দূষিত দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বে প্রথম - students vews

Latest

BANNER 728X90

Wednesday, March 6, 2019

দূষিত দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বে প্রথম

বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৭তম হলেও দূষিত দেশের তালিকায়  প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ( ৫ মার্চ) প্রকাশিত আইকিউএয়ার, এয়ারভিস্যুয়ালের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। 
অ্যাটমস্ফেরিক পার্টিকুলেট ম্যাটার ‘পিএমটুপয়েন্টফাইভ’-এর মাত্রা সর্বোচ্চ ১০০ ধরে  এ তালিকায় ৯৭ দশমিক ১ শতাংশ পেয়ে বাংলাদেশ রয়েছে দূষিত দেশের মধ্যে শীর্ষস্থানে।

দূষিত দেশের তালিকায় বাংলাদেশ.studentkst.blogspot.com

এরপর যথাক্রমে ৭৪ দশমিক ৩ ও ৭২ দশমিক ৫ শতাংশ পেয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান ও ভারত। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তান ও বাহরাইন। এরপর  রয়েছে মঙ্গোলিয়া, কুয়েত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া। প্রসঙ্গত, পিএমটুপয়েন্টফাইভ  মূলত মানুষের ফুসফুস ও রক্তপ্রবাহে ক্ষতির ক্ষেত্রে মারাত্মক ভূমিকা রাখে।

No comments:

Post a Comment